ভারতকে তো হারাবই,চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের: ইনজামাম

ক্রিকেট বিশ্বের যে প্রান্তেই খেলাটা হোক না কেন, উত্তেজনা থাকে একই। ইংল্যান্ডে যখন আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, তখন আরও একবার উত্তেজনার সাগরে ভেসে যাবে ক্রিকেটপাগল ভক্তরা। গোটা ক্রিকেট বিশ্বের মতো ম্যাচটির জন্য মুখিয়ে আছেন ইনজামাম-উল-হকও। তবে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই অধিনায়ক শুধুমাত্র এই ম্যাচের দিকে তাকিয়ে নেই, গোটা টুর্নামেন্টেই নজর তার। শিরোপা জেতার স্বপ্নটাও দেখছেন তিনি ।
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেক দিন। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাকর দ্বৈরথের জন্য অপেক্ষায় থাকতে হয় আইসিসির কোনও টুর্নামেন্টের জন্য। অপেক্ষার সেই প্রহর শেষ হচ্ছে ৪ জুন। বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে ভারত-পাকিস্তান। ওই ম্যাচে নিশ্চিতভাবেই জয় চান ইনজামাম, তবে তার চিন্তা-চেতনা আরও অনেক দূর। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেছেন, ‘শুধু ভারতকে হারানোর জন্য আমরা ইংল্যান্ডে যাচ্ছি না। আমাদের শিরোপা জয় করব। যারা আমাদের দুর্বল দল মনে করছে তারা বো কার রাজ্যে বাস করছে। ‘
২০০৪ সালে এই এজবাস্টনেই দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল ইনজামামের দল। সেদিন ছিলেন অধিনায়কের ভূমিকায়, আর এবার প্রধান নির্বাচকের দায়িত্বে। সময় ও পরিস্থিতি ভিন্ন হলেও ভারতকে হারানোর বিশ্বাস আছে তার মনে, ‘আমরা আবার জিতব (ভারতের বিপক্ষে)। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন