ভারতকে ‘নেমক হারাম’ দেশ হিসেবে উল্লেখ করছে গুগল!

গুগল সার্চ ইঞ্জিনে ‘নেমক হারাম’ বা namak haram country লিখে সার্চ দিলে ভারতীয় পতাকা সহ সর্বপ্রথম যে তিনটি কথা ভেসে উঠছে তা হল ‘নমক হারাম কান্ট্রি’।
ভারতকে ‘নেমক হারাম’ দেশ হিসেবে উল্লেখ করছে গুগল! গুগল সার্চ ইঞ্জিনে কেন ‘নমক হারাম’ বলে আচমকা ভারতকে চিহ্নিত করে ফেলল গুগল? গুগলের তরফ থেকে এমন তথ্য দেওয়া হয়নি। দাবিটা করেছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ভারত নাকি এতটাই ‘ফায়দা’ তুলেছে তাদের ‘সারল্যের’, যে গুগল পর্যন্ত জানিয়ে দিয়েছে ভারত ‘নেমক হারাম’।
সম্প্রতি কাশ্মীরের উরিতে ১৯ জন ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক যে বিশেষ ভাল অবস্থায় নেই, তা আর আলাদা করে বলে দিতে হয়না। দু’দেশের পারস্পরিক দোষারোপকে কেন্দ্র করে যে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাও আম আদমির চোখ এড়ায়নি। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই কিছু ভ্রান্ত ধারণাকে সঙ্গী করে ভারতের বিরুদ্ধে কেচ্ছা রটানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলি।
ভারতকে ‘নমক হারাম’ বলার ঘটনাটি প্রকাশ্যে আসার পরই গুগলের তরফ থেকে বিবৃতি দিয়ে গোটা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘নমক হারাম’ বিখ্যাত একটি বলিউড সিনেমা। আর তাই ‘নমক হারাম’ সার্চ করা হলেই ভারতকে চিহ্নিত করা হচ্ছে গুগলের তরফ থেকে। যেহেতু ছবিটি ভারতেই তৈরি হয়েছিল।
সূত্র : সংবাদ প্রতিদিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন