ভারতকে যোগ্য জবাব দিতে চান পাকিস্তানি ক্রিকেটার

উরি কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান— দু’দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপের দিকে গড়িয়েছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও ঢের সময় লাগবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসির শাহ্ জানালেন, তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে ইচ্ছুক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের অভূতপূর্ব সাফল্য ইতিমধ্যেই নজির গড়েছে বিশ্বের সামনে। তার পরেই এই পাকিস্তানি ক্রিকেটারের বক্তব্য কি পরোক্ষভাবে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানানো? নানা মহলে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এরই মধ্যে।
তবে গোটা ভারতীয় দলকেই ওয়াশির শাহ্ চ্যালেঞ্জ জানালেন কিনা, সে প্রসঙ্গে না গেলেও ভারতীয় বোলার রবিচন্দ্রণ অশ্বিনের দিকে যে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন পরোক্ষভাবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাঁর বক্তব্য, ‘অশ্বিনের বিরুদ্ধে খেলতে আমি পছন্দ করব’। অশ্বিন আগেই এই পাকিস্তানি লেগ স্পিনারকে একবার অভিনন্দন জানিয়েছিলেন টুইটের মাধ্যমে, যখন দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট পাওয়ার দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন ওয়াসির। তার জবাবে ওয়াসির জানিয়েছিলেন, তিনি সত্যিই আপ্লুত অশ্বিনের থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে। এর পরেই ওয়াসির তাঁর ইচ্ছে প্রকাশ করেন যে, তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে চান, বিশেষত সামনাসামনি মোকাবিলা করতে চান অশ্বিনের।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওয়াসির জানিয়েছেন, ‘প্রত্যেক পাকিস্তানি এবং ভারতীয় খেলোয়ারদের মধ্যেই ইচ্ছে থাকে একে অন্যের বিরুদ্ধে খেলার। যেহেতু আমি এখনও পর্যন্ত ভারতের বিরূদ্ধে কোনও টেস্ট খেলিনি, তাই এটা আমার ইচ্ছে।’ তবে রাজনৈতিক জগৎ থেকে ক্রীড়ামহল— দু’দেশের সম্পর্ক বর্তমানে যথেষ্ট খারাপ। এর পরেও ওয়াসিরের এই ইচ্ছে কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন