ভারতকে সহজে ছাড় দেবে না বাংলাদেশ

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বৃহস্পতিবার দুপুরেই ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দল। কলকাতা হয়ে দল এখন হায়দরাবাদে। ভারতে পৌঁছেই আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগতিক দলকে একটুও ছাড় দিতে নারাজ তিনি।
বৃহস্পতিবার কলকাতায় ভারতীয় সংবাদমাধ্যম এক্সট্রা টাইমকে মুশফিক বলেন, ‘ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলব আমরা। তাই আমাদের প্রমাণ করতে হবে, দীর্ঘ পরিসরে ভালো খেলে থাকি। তবে ভারতকে সহজেই ছেড়ে দেব না আমরা। শেষ পর্যন্ত লড়ে যাব।’
তবে এই টেস্টে ভালো কিছু করা মোটেও সহজ হবে না বলে মনে করেন তিনি। এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিরাট কোহলির অধীনে ভারতের এই দলটি দারুণ খেলছে। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে। তাই আমাদের জন্য এই টেস্ট খুব একটা সহজ হবে না।’
ভারতের স্পিন মোকাবিলা করাও কঠিন হবে বলে মনে করেন মুশফিক, ‘রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, দুজনেই এই মুহূর্তে বিশ্বসেরা। তাঁদের বিরুদ্ধে খেলাটা খুব একটা সহজ হবে না।’
অবশ্য নিজেদের ব্যাটিং লাইনকেও শক্তিশালী মনে করছেন মুশফিক, ‘প্রতিপক্ষের স্পিন আক্রমণ যেমন শক্তিশালী, তেমনি আমাদের ব্যাটিং লাইন যথেষ্টই ভালো। তামিম, সাকিব, ইমরুল, মাহমুদউল্লাহ, সাব্বিরদের মতো ব্যাটসম্যান আমাদের আছে।’
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন