ভারতকে হারাতে পারলেই সেই স্মৃতি ভোলা যাবে: সাকিব
কিছুদিন আগে ভারতে শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ। এখন চলছে আইপিএলের আসর। ক্রিকেট বিশ্বের সব খেলোয়াড়দের নিয়ে এই লিগ আয়োজন করা হয় বলে এর প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি।
বাংলাদেশীদেরও এই আইপিএলের প্রতি দুর্বলতা আছে। কেননা বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তরুণ বোলার মুস্তাফিজুর রহমান যথাক্রমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। যে কারণে নিজের দেশের ক্রিকেটারদের খেলা দেখতেই সবাই কলকাতা এবং হায়দরাবাদের সাপোর্ট করছে।
পুরো ক্রিকেটবিশ্ব আইপিএলে মেতে থাকলেও গাত মার্চ মাসের কথা এখনও ভুলতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ভুলবে কীভাবে! ওই মাসেই তো ভারতের কাছে মাত্র ১ রানে হারে বাংলাদেশ। আরও আফসোসের বিষয় হলো-শেষ ৩ বলে জয়ের জন্য ২ রানের দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ৩ বলে ৩ উইকেট হারায় টাইগাররা।
আর ১ রানের পরাজয় বরণ করতে হয় মাশরাফি বাহিনীকে। ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট দলের কোনো খেলোয়াড়ই কোনো খাবার মুখে তোলেননি। সারারাত কেঁদেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
সেই হারের কথা আবারও মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান। কোনোভাবেই ১ রানে হারের সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না সাকিব আল হাসান।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ১ রানে হারের সেই স্মৃতি এখনও আঘাত করে আমাকে। আমরা দল হিসাবে কিংবা জাতি হিসাবে সেই ম্যাচের স্মৃতি ভুলে যেতে পারব না। তবে আগামী দিনে ভারতকে যদি হারাতে পারি তাহলে ওই স্মৃতি ভুলতে পারব।
ওই ম্যাচে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলার দামাল ছেলেরা। ওই ম্যাচের আগে ভারতের প্রতি বাংলাদেশের সমর্থকদের প্রচণ্ড ক্ষোভ ছিল। কেননা বিশ্বকাপেই তো বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানি নিষিদ্ধ হন।
আর ভারতের কারণেই নাকি নিষিদ্ধ করা হয় তাদের। এমন ধারণা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। এজন্যই মূলত ভারতকে তাদের মাটিতে একটি ম্যাচে হারাতে পারলেই সব প্রতিশোধ নেয়া হতো বলে ধারণা তাদের।
খেলার সময় ফেসবুকে এমনও স্ট্যাটাস দিয়েছেন অনেকে, তোমাদের বিশ্বকাপ জিততে হবে না। শুধু ভারতকে তাদের মাটিতে একবার হারিয়ে দাও। তবে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ১ রানে হারের ক্ষত নিয়ে দেশে ফেরে মাশরাফিরা। আর সেই ক্ষত মুছতে আবারও ভারতের মুখোমুখি হয়ে তাদের হারাতে চান সাকিব আল হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন