ভারতকে হারিয়ে দেশে ফিরে ভালোবাসায় সিক্ত বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল
দিল্লীতে অনুষ্ঠিত ‘হুইলচেয়ার ক্রিকেট সিরিজ’ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার বিকেলে শারিরিক প্রতিবন্ধী ওই দলটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসেন।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলটিকে উষ্ণ অভিনন্দন জানায়। এ সময় খেলোয়াড়রা যেমন নাচে-গানে মেতে উঠেন তেমনিভাবে উপস্থিত লোকজনও উচ্ছ্বাসে মাতেন।
দিল্লীতে অনুষ্ঠিত সিরিজে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে জিতেছে ২-১ এর ব্যবধানে। ১৪ এপ্রিল অনুষ্ঠিত শেষ ম্যাচে ১৫৬ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের নায়ক শফিকুলের পর শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের খেলোয়াড় মিঠু সরকার। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নির্ধারিত ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ২৫৪ রান
সংগ্রহ করেন। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৯৮ রান করে অলআউট হয়ে যায় ভারত।
এর আগে ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ৮১ রানে ও ১৩ এপ্রিলের দ্বিতীয় ম্যাচে ভারত আট উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে ভারতের পক্ষে সেঞ্চুরি হাঁকান ভিকি। দিল্লী আ.টি.এল স্কুল গ্রাউন্ডে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার দেশে ফেরার সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরি আফজাল হোসেন নেসার, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকর্মী মো. মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। নো-ম্যানসল্যান্ড অতিক্রম করার পর বিজয়ী দলের সদস্যদেরকে মিষ্টি খাইয়ে ও গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন এ সময় বলেন, ’অনেক অক্ষমতা সত্বেও প্রতিবন্ধীরা যে সব কিছু করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। একটু সহযোগিতা পেলে তাঁরা অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে’।
বাংলাদেশের ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশন ও ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে পৃথক দু’টি হুইলচেয়ার ক্রিকেট টিম’ গঠন করে। শারিরিক প্রতিবন্ধকতার কারণে ওই দু’টি টিমের সব খেলোয়াড় হুইল চেয়ার নিয়ে চলাফেরা করেন।
গত ১০ এপ্রিল আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের দিল্লী যায় ১৫ সদস্যের ক্রিকেট দলসহ ২৫ সদস্যের একটি দল। বাংলাদেশ দলে ব্রাহ্মণবাড়িয়ার ছয়জন খেলোয়াড় রয়েছেন। বিজয়ী দলটিকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন