ভারতকে ১৩৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা
এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। জয়ের জন্য ভারতকে করতে হবে ১৩৯ রান।
ব্যাট হাতে শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বেশি রান করেন চামারা কাপুগেদারা। তিনি ৩০ রান করেন। ২২ রানের ইনিংস খেলেন মিলিন্দা শ্রীবর্ধনে। আর শেষ দিনে ৬ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা।
এদিকে বল হাতে ভারতের হার্দিক পান্ডে, বুমরাহ ও অশ্বিন ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান আশিষ নেহেরা। বাকি ২টি উইকেট রান আউট খাতে যায়।
আজ অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে আজও খেলছেন না নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
অন্যদিকে আজিঙ্কা রাহানের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন শেখর ধাওয়ান।
ভারত ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। অন্যদিকে আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার আজকের ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ডু-অর-ডাই ম্যাচে পরিণত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন













