‘ভারতীয় গোয়েন্দা সংস্থা পাকিস্তানে সন্ত্রাসে মদদ দিচ্ছে’
ভারতীয় ও আফগান গোয়েন্দা সংস্থা পাকিস্তানে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) মহাপরিচালক আফতাব সুলতান।
মঙ্গলবার সিনেটের স্থায়ী কমিটির বৈঠকে আফতাব সুলতান বলেন, ভারতীয় ও আফগান গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং তাদের হয়ে কাজ করার অভিযোগে গত তিন বছরে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন বছরে গ্রেপ্তার হওয়া ৮৬৫ সন্ত্রাসীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘আরএডব্লিউ’ বা ‘র’ এবং আফগান এনডিএসের যোগাযোগ ছিল।
আইবি প্রধান আরো বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বিদেশি গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রবিরোধী সংগঠনের হুমকিতে রয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে সিনেট উপকমিটির বৈঠকে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সুলতান বলেন, আইবি ৪৭৮ জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। এর মধ্যে ৪২৭ জনের ব্যাপারে অনুসন্ধান সম্পন্ন হয়েছে।
মার্চের শুরুর দিকে পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থা কুলভূষণ যাদবকে গ্রেপ্তারের কথা জানায়। বেলুচিস্তানের চমন এলাকায় গোয়েন্দাদের অভিযানের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রেপ্তার হওয়া যাদব ভারতের সাবেক নৌকর্মকর্তা। পাকিস্তান সরকার দাবি করেছে, একাধিক ভুয়া পরিচয় ব্যবহার করে যাদব পাকিস্তান ভ্রমণ করেছেন। এ ব্যাপারে নথি উদ্ধার করা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে তিনি একজন ভারতীয় গুপ্তচর। তিনি ইরান হয়ে বেলুচিস্তানে প্রবেশ করেছিলেন। তাঁর কাছে ইরানের ভিসা ছিল।
জিজ্ঞাসাবাদের জন্য যাদবকে ইসলামাবাদে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যাদব চাবাহারে ইরানের বন্দরে নৌকা কিনেছিলেন। তাঁর করাচি ও গোয়াদার বন্দরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল। ওই কর্মকর্তা আরো বলেন, ‘র’-এর এই গোয়েন্দা নৌযুদ্ধ কৌশলে পারদর্শী বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন