ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো হিন্দু, বৌদ্ধ -খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট

ভারতের বিরুদ্ধে সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় অভিযোগ এনে ফেনীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট। এসময় তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেস ক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে মিছিলটি শেষ হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, “৫ আগস্টের পর ফেনীতে সনাতনী ধর্মের কোনো ব্যক্তির বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে মানুষের প্রতি অন্যায়- অত্যাচার করেছে তাদের দায় সনাতন ধর্মের লোক নেবে না।”
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, “ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন