ভারতীয় ক্রিকেটে ‘অবদান অনস্বীকার্য’, ধোনি পেলেন ‘সেরার সেরা’ উপহার

এর আগে কোনও ভারতীয় অধিনায়ক এমন চমকে দেওয়া উপহার পাননি। কী এই উপহার?
মহেন্দ্র সিংহ ধোনি মানেই আবেগ। ধোনি মানেই প্যাশন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের ভক্ত শুধু ভারতে নয়, রয়েছে গোটা বিশ্বেই। দু-দু’টো বিশ্বকাপজয়ী অধিনায়ক নেতৃত্ব ছাড়ার পর বর্তমানে ব্যাট হাতে নিজের পুরনো ফর্মে না থাকলেও যেকোনও দিন বিধ্বংসী ফর্মে ফিরতে পারেন।
হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং বাদে চলতি আইপিএল-এও সেভাবে দুরন্ত ফর্মে দেখা যাচ্ছে না ধোনিকে। জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর কিছুটা দুঃসময়ের মধ্য দিয়েই যাচ্ছেন ‘রাঁচির রাজপুত্র’।
খারাপ সময়ে অবশ্য ভক্তরা তাঁর পাশেই রয়েছেন। ক্রিকেটের সাধারণ সমর্থক থেকে বিত্তশালী মাহি-ফ্যান প্রত্যেকেই ধোনিকে পুরনো ছন্দে দেখতে তৈরি। ধোনিকে কিছুটা উদ্বুদ্ধ করতেই এবার রিয়েল এস্টেট কোম্পানি এলান গ্রুপ বেনজির দৃষ্টান্ত স্থাপন করে দেখাল। ধোনির কৃতিত্বকে কুর্নিশ জানাতেই এবার এলান গ্রুপের পক্ষ থেকে ১০০০ স্কোয়্যার ফিটের লাক্সারি ফ্ল্যাট উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, যে ফ্ল্যাটের বর্তমান বাজার দর দেড় থেকে দু’কোটি টাকা। গুরুগ্রামের সেক্টর-৮৪’র বিত্তশালী এলাকায় এই ফ্ল্যাটটির অবস্থান।
নিজেদের ওয়েবসাইটে এলান গ্রুপের চেয়ারম্যান রাকেশ কপূর জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনস্বীকার্য। দেশের উঠতি ক্রিকেটারদের কাছে ধোনি একজন অনুপ্রেরণামূলক চরিত্র।’
শুক্রবারই দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মাঠে নামছে পুণে সুপারজায়ান্ট। ভক্তের কাছ থেকে এমন ‘উপহার’পেয়ে ধোনি আইপিএল-এর বাকি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ফিরতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন