ভারতীয় ক্রিকেট দল যেকারণে নতুন কোচ পাচ্ছে না

ঘরের মাটিতে টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের ডিরেক্টরের পদ থেকে মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। আর এরপরই কোচ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর আগে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও এখন পর্যন্ত কোন কিছুই চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই। সবচেয়ে বেশী যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
এছাড়াও এই দলে রয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন, টাইগারদের অস্ট্রেলিয়ান সাবেক কোচ স্টুয়ার্ট ল, নিউজিল্যান্ডের সাবেক দলপতি স্টিফেন ফ্লেমিং, ডেনিয়েল ভেট্টরি।
কিন্তু এদের মধ্যে থেকে কাহাকে নিয়োগ দেয়া হবে তা নিয়ে বোর্ডের চলছে জল্পনা-কল্পনা আর এই কারণে এখনও নতুন কোন কোচ পাচ্ছেনা ভারতীয় ক্রিকেট দল। এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইএর সদস্য সৌরভ গাঙ্গুলি।
তিনি জানিয়েছেন, এখনও এই বিষয় কোন কিছু চূড়ান্ত করা হয়নি। আসলে কোচ নিয়োগ করা ব্যপারটা এত সোজা নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি নিশ্চিত ভাবে বলতে পারছিনা যে জিম্বাবুয়ে সফরে ভারত নতুন কোচ পাবে কিনা। আমাদের অনেক কিছু মাথায় রেখে এগিয়ে যেতে হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন