ভারতীয় ক্রিকেট দল যে কাজটা পারে না
কদিন আগে ইংল্যান্ডকে ৩৮২ রানের লক্ষ্য দিয়েও ঘাম ছুটে গেছে ভারতকে। ইংলিশরা শেষমেশ করতে পেরেছে ৩৬৬। ওয়ানডেতে এখন ৩০০-রান যে বিশাল কোনো স্কোর নয়, তা সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে সেটি ভালোই বোঝা গেল। তিন ম্যাচ সিরিজে দুই দল মিলে তুলেছে দুই হাজারের বেশি রান; যা কিনা নতুন রেকর্ড!
কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শুরুতে আবার ভিন্ন ছবি। কাল কানপুরে প্রথম টি-টোয়েন্টি ইংল্যান্ডকে ১৪৭ রান লক্ষ্য দিয়েছিল ভারত। ক্রিকেটের যে সংস্করণের প্রধান দাবি রানের বন্যা বইয়ে দেওয়া, সেখানে এটা কী আর স্কোর! ইংল্যান্ড ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসে পেরিয়েও গেছে সেটা।
টোয়েন্টিতে ১৫০-এর নিচে রান করে ভারতের পরাজয়ের ঘটনা অবশ্য নতুন নয়। বরং এই স্কোর করে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারের রেকর্ড তাদেরই। ১৩ ম্যাচে মাত্র ভারত জিতেছে ২টিতে, ৯ ম্যাচে হার।
একটি টাই, বাকিটি পরিত্যক্ত। জয়-পরাজয়ের অনুপাত ০:২২২। ভারতের মূল শক্তি ব্যাটিং। ব্যাটসম্যানরা রানের পাহাড় না গড়ে দিলে বোলারদের পক্ষে কাজটা যে ভীষণ কঠিন হয়ে যায়, পরিসংখ্যান সেটিই বলছে।
১৫০ টি-টোয়েন্টি বিবেচনায় কোনো রান নয়। এই রান রক্ষা করতে পারা তাই ভীষণ চ্যালেঞ্জ। আর এই কাজটাতে ভারত সবচেয়ে বাজে। ভারতের পর এ তালিকায় আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ৩টিতে জয়, হেরেছে ১৩টিতে। ফল আসেনি বাকি ২টিতে। বাংলাদেশের পরে আছে জিম্বাবুয়ে, ১৩টির ১০ ম্যাচে হেরেছে। জিতেছে ৩টিতে।
১৫০-এর কম রান করে সবচেয়ে বেশি জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২৭ ম্যাচের ১৩টিতে জিতেছে প্রোটিয়ারা, হারও ১৩টিতে। ফল আসেনি এক ম্যাচে। জয়-পরাজয়ের অনুপাত ১:১৫০ করলেও যে জেতা যায়, প্রোটিয়ারা তারই প্রমাণ। টি-টোয়েন্টি আর একটা দলই এত কম রান করেও ১০ কিংবা এর বেশি ম্যাচ জিতেছে। সেটি পাকিস্তান। এমন ২৮ ম্যাচের ১১টিতে জিতেছে তারা, হেরেছে অবশ্য ১৭টিতে।
টি-টোয়েন্টিতে রান ‘ডিফেন্ড’ করার কাজটায় অবশ্য পাকিস্তান টেস্ট খেলুড়ে দশ দলের মধ্যে সবার ওপরে। প্রথমে ব্যাট করে ৫৬ ম্যাচের ৩৬টাই জিতেছে তারা। ভারত এ কাজে মোটামুটি। প্রথমে ব্যাট করেছে এমন ৩৯ ম্যাচের ২১টি জিতলেও হেরেছে ১৬টিতে। পরে বোলিং করে ম্যাচ জিতিয়ে নেওয়ার কাজটাতে সবচেয়ে বাজে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। এমন ২৮ ম্যাচের ১৯টিতে হেরেছে জিম্বাবুয়ে। আর ২৭ ম্যাচের ১৬টিতে হেরেছে বাংলাদেশ।-প্রথম আলো
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন