ভারতীয় খেলোয়াড়ের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন ভারতের জাতীয় স্তরের এক খেলোয়াড়। তার নাম পূজা (২০)। গত শনিবার পাঞ্জাবে এ ঘটনা ঘটে।
আত্মঘাতী হওয়ার আগে যে সুইসাইড নোট তিনি লিখেছেন, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লেখা।
এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূজাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিনা মূল্যে কলেজ হোস্টেলে থাকতে দেয়ার পাশাপাশি খাবারও দেয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ার ফলেই আত্মঘাতী হন পাঞ্জাবের জাতীয় স্তরের এই হ্যান্ডবল খেলোয়াড়।
সুইসাইড নোটে এই তরুণী লিখেছেন, “হোস্টেলের খরচ না মেটাতে পারার ফলেই আত্মহত্যার পথ বেছে নিলাম।”
গত বছরই কলেজে ভর্তি হন পূজা। সেই সময় তাকে প্রতিশ্রুতি দেয়া হয়, হোস্টেলে থাকা ও দুইবেলা খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না। কিন্তু অভিযোগ, তাকে এ বছর জানিয়ে দেয়া হয় হোস্টেলে থাকতে দেওয়া হবে না। আর এতেই সমস্যায় পড়েন তিনি। কারণ তার বাবা একজন সবজি বিক্রেতা। তার পক্ষে মেয়ের খরচ চালানো সম্ভব ছিল না।
এর ফলে আত্মহত্যার পথ বেছে নেন পূজা। একটি চার পাতার সুইসাইড নোট লিখেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন