ভারতীয় খেলোয়াড়ের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন ভারতের জাতীয় স্তরের এক খেলোয়াড়। তার নাম পূজা (২০)। গত শনিবার পাঞ্জাবে এ ঘটনা ঘটে।
আত্মঘাতী হওয়ার আগে যে সুইসাইড নোট তিনি লিখেছেন, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লেখা।
এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূজাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিনা মূল্যে কলেজ হোস্টেলে থাকতে দেয়ার পাশাপাশি খাবারও দেয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ার ফলেই আত্মঘাতী হন পাঞ্জাবের জাতীয় স্তরের এই হ্যান্ডবল খেলোয়াড়।
সুইসাইড নোটে এই তরুণী লিখেছেন, “হোস্টেলের খরচ না মেটাতে পারার ফলেই আত্মহত্যার পথ বেছে নিলাম।”
গত বছরই কলেজে ভর্তি হন পূজা। সেই সময় তাকে প্রতিশ্রুতি দেয়া হয়, হোস্টেলে থাকা ও দুইবেলা খাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না। কিন্তু অভিযোগ, তাকে এ বছর জানিয়ে দেয়া হয় হোস্টেলে থাকতে দেওয়া হবে না। আর এতেই সমস্যায় পড়েন তিনি। কারণ তার বাবা একজন সবজি বিক্রেতা। তার পক্ষে মেয়ের খরচ চালানো সম্ভব ছিল না।
এর ফলে আত্মহত্যার পথ বেছে নেন পূজা। একটি চার পাতার সুইসাইড নোট লিখেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন