ভারতীয় চ্যানেলে বিপিএল
একেক করে তিনটি আসর পেরিয়ে গেছে, চতুর্থ আসরে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু এখন পর্যন্ত এই আসরে ভারতীয় ক্রিকেটাররা খেলতে আসেননি। শুধু তাই নয়, এই আসরের কোনো ম্যাচ ভারতীয় চ্যানেলে সম্প্রচারও হয়নি।
এবারই প্রথম ভারতীয় একটি চ্যানেলে এই আসরের ম্যাচগুলো দেখা যাবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সম্প্রচার করবে ভারতীয় চ্যানেল সনি ইএসপিএন।
এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। কানাডা ও যুক্তরাষ্ট্রে ইএসপিএন, যুক্তরাজ্য ও ইউরোপে প্রাইম স্পোর্টস, পাকিস্তানের জিও টিভি বিপিএলের চতুর্থ আসর সরাসরি সম্প্রচার করবে।
বিপিএলের সম্প্রচার স্বত্ব পেয়েছে বাংলাদেশের চ্যানেল নাইন। তাদের মাধ্যমেই বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন