ভারতীয় মিডিয়ার কাছে চমক নিরব, মুখোমুখি ৭০টি মিডিয়ার

ঢাকাই ছবির রোম্যান্টিক হিরো খ্যাত নিরব বলিউডে নাম লিখেয়েছিলেন গেল বছর। সত্য ঘটনার উপর নির্মিত ভৌতিক ধাঁচের ‘শয়তান’ ছবিটিতে নিরবকে দেখা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তার চরিত্রে।
ছবিটির ট্রেইলার প্রকাশ হয়েছে বেশকিছু দিন আগে, এদিকে গতকাল প্রকাশিত হলো অডিও অ্যালবাম। শুক্রবার বিকালে ভারতের মুম্বাইয়ে জি-মিউজিকের আয়োজনে এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে শয়তান সিনেমার গানের অ্যালবাম।
সিনেমার সমস্ত কলাকুশলীরা অডিও প্রকাশনা আয়োজনে উপস্থিত ছিল। এ সময় আনুষ্ঠানিকভাবে ভারতীয় মিডিয়ার সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত নিরব। এ প্রসঙ্গে মুম্বাই থেকে সময়ের কণ্ঠস্বরের সঙ্গে কথা বলেন নিরব।
নিরবের ভাষায়, ‘‘সংখ্যায় বললে হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে সত্যিই এতগুলো ক্যামেরা সামনে আমি বাংলাদেশি নিরব কথা বলার সুযোগ পেয়েছি, প্রথমত বিষয়টা সহজ ছিল না। নিজের দেশের জন্য কিছু হলেও তো করতে পারছি, এটা ভেবে ভাল লাগছে।’
এই অভিনেতা বলেন, ৭০-৮০টি মিডিয়া সাংবাদিক-ক্যামেরা আমাকে ঘিরে ধরেছিলো। এমন অভিজ্ঞতা ঢাকায় অনেক হয়েছে। ইয়াশরাজ ফিল্মসের পাশের ভবনে এসে এমন অভিজ্ঞতা হবে- সেটা ভাবিনি কখনও। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।’
ছবিটিতে থাকছে ৫টি গান। এগুলো গেয়েছেন শেরইয়ার তিওয়ানা, সাদাফ জিয়া, মেহেক আলী প্রমুখ। গানগুলো হলো— ‘ইশক সারফিরা’, ‘হাওয়া মে জ্যায়সে’, ‘দাম মাস্ত কালান্দার’ ও ‘বাব-ই-রহমাত’। সংগীত পরিচালনা করেছেন জে আলী, ইয়ার রিয়াজ ও শেরইয়ার তিওয়ানা।
বলিউডের নির্মাতা ফয়সাল সাইফের পরিচালনায় এ সিনেমাতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন তেলেগু, তামিল ও বলিউডে অভিনয় করা কবিতা রাধে শ্যাম। এছাড়া আরও অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন