ভারতীয় সিরিয়াল অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু

ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।
জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের কেরিয়ারের কারণেই মুম্বাই গিয়েছিলেন। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস৭’-এও দেখা গেছে তাঁকে।
রাহুল রাজ সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোটা বি-টাউন জানে। সম্প্রতি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন এই অভিনেত্রী। এই ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, এ দিন দুপুরে রাহুলই ওই অভিনেত্রীর দেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন।
‘বালিকা বধূ’তে তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তিনি বলেন, ”খবরটা পেয়েছি। আমি শক্ড। খুবই দুঃখজনক ঘটনা। হতাশ লাগছে।”
ঘটনার কথা শুনে এ দিন হাসপাতালে এসেছিলেন ড্রেস ডিজাইনার রোহিত বর্মা। তিনি প্রত্যুষার বিয়ের পোশাক ডিজাইন করছিলেন। ভেঙে পড়া রোহিত বলেন, ”পোশাকটা অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল, জানেন!”
শনিবার সকালে জামশেদপুর থেকে প্রত্যুষার বাবা-মায়ের মুম্বাই পৌঁছনোর কথা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন