ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত
জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে অন্তত তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় এক কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিতে দুই থেকে পাক সেনা নিহত হয়েছে।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, জম্মু জেলার পুরা সেক্টরে আন্তঃসীমান্ত গোলাগুলিতে একই পরিবারের ছয় নারী সদস্যও আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল।
নয়াদিল্লির এক সেনা কর্মকর্তা বলেন, সকাল ১০টা থেকে বিনা উষ্কানিতে পাক সেনাবাহিনী রাজৌরি জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল ও ভারি অস্ত্র থেকে গুলি নিক্ষেপ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনারা।
অপর এক সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, আমাদের সেনাবাহিনীর পাল্টাগুলিতে দুই থেকে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এখনো গোলাগুলি চলছে এবং ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দিচ্ছেন। তবে এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন