ভারতীয় হিসেবে আমি গর্বিত: অক্ষয় কুমার
অসহিষ্ণুতার প্রশ্নে ভারতে যখন চলছে একের পর এক তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার ঝড়, এমনকি ঠিক একই প্রশ্নে যখন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান বিতর্ক, ঠিক সেসময় আরেক অভিনেতা অ্যাকশন হিরো খ্যাত অক্ষয় কুমার বলে উঠলেন ‘ভারতীয় হিসেবে আমি গর্ব বোধ করি’!
অসহিষ্ণুতার প্রশ্নে পুরো ভারত এখন দুইভাগে বিভক্ত। একভাগ বলছেন রাষ্ট্র দিনকে দিন অসহিষ্ণু হয়ে উঠছে, অন্যপক্ষ বলছে রাষ্ট্র সহিষ্ণু পর্যায়েই আছে। এই সহিষ্ণু আর অসহিষ্ণুর প্রশ্নে সম্প্রতি জড়িয়ে গেলেন বেশকিছু চলচ্চিত্র তারকা নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীরা। শাহরুখ খানের পর ‘অসহিষ্ণুতা’র প্রশ্নে ভারতে সাম্প্রতিক প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছেন ‘পিকে’ খ্যাত অভিনেতা আমির খান।
এই রকম সংকটময় পরিস্থিতিতে এসে হঠাৎ অক্ষয় এরকম বললেন কেন! তাহলে কি তিনি পরোক্ষভাবে যারা রাষ্ট্রকে ‘অসহিষ্ণু’ বলে মন্তব্য করছেন তাদেরকে উদ্দেশ করেই কিছু বলতে চাইছেন তিনি? এমন প্রশ্ন এড়িয়ে গেলেন অক্ষয়। বললেন সব ধরণের প্রতিবাদ আর প্রতিরোধ শান্তিপূর্ণভাবেও করা সম্ভব।
উল্লেখ্য, গত সোমবার ‘রামনাথ জয়েনকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান। আর সেখানে তিনি সাংবাদিকদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন। কথা বলার এক পর্যায়ে ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে যে এতদিন ধরে তর্ক-বিতর্ক চলছে সে বিষয়ে প্রথমবার মুখ খুলেন আমির। সেখানে তিনি সত্যিই ভারত রাষ্ট্র হিসেবে আগের চেয়ে অসহিষ্ণু হয়ে উঠছে বলে মন্তব্য করেন। শুধু তাই না, তার স্ত্রী নাকি নিরাপত্তার স্বার্থে ভারত ছাড়াও সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুষ্ঠানে আমির জানান। তার এমন স্টেটমন্টের পরই ভারতে গত দুই দিন প্রাণ পেয়েছে ‘অসহিষ্ণু’ বিতর্ক।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন