ভারতের অস্ত্রভাণ্ডারের খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় সরকার!
ভারতের প্রতিরক্ষা খাতে অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলিকে তৈরি রাখার নির্দেশ দিল কেন্দ্র। ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতিকে নজরে রেখেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি, একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে নরেন্দ্র মোদী সরকার অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই মুহূর্তে প্রয়োজন পড়লে দেশের প্রতিটি সেনা জওয়ানের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য সম্ভার রয়েছে কী না?
সংবাদে আরও প্রকাশিত, সরকারের পক্ষ থেকে ওই অস্ত্র সংস্থাগুলিকে প্রশ্ন করা হয়েছে, প্রয়োজনে বেশি সংখ্যক অস্ত্রের দরকার পড়লে তারা তা সরবরাহ করতে পারবে কী না? যদিও, সরকারের তরফে বিষয়টি নিয়ে সরসরি কোনও মন্তব্য করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে কোনও পরিস্থিতিতে ভারতের কাছে জমা থাকা অস্ত্র ভাণ্ডারের খোঁজ নিতেই এই নির্দেশিকা।
সম্প্রতি, কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৯ জন জওয়ানের। সেই ঘটনায় পাকযোগের কথা জানায় গোয়েন্দা সংস্থা। এরপরই, পাক অধিকৃত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। নিকেশ করা হয় কমপক্ষে ৭০জন জঙ্গিকে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ২ সপ্তাহের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন