‘ভারতের আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’, বললেন ক্ষিপ্ত নওয়াজ শরিফ
উরি-সন্ত্রাসের প্রেক্ষিতে তৈরি হওয়া উদ্ভূত পরিস্থিতিতে বুধবারই ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন নওয়াজ শরিফ। সেখানেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে লাগাতার ইন্ধন দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনাদের সন্ত্রাসবাদী শিবিরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গোটা ঘটনার তীব্র সমালোচনার সঙ্গে ভারতীয় আগ্রাসনকে পাল্টা হুঁশিয়ারি দিতেও ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত যে ছায়াযুদ্ধ চালাচ্ছে তার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত। নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনাতেই ভারতীয় সেনারা হামলা করছে তার প্রতিরোধ করার ক্ষমতা পাক সেনাবাহিনীর আছে। পাকিস্তানের চুপ করে থাকাকে কেউ যদি দূর্বলতা বলে মনে করে, তাহলে সেটা ভুল হবে। রেডিও পাকিস্তানকে দেওয়া প্রতিক্রিয়ায় এই কথাগুলি বলেন নওয়াজ শরিফ।
বুধবারই, ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন নওয়াজ শরিফ। যেখানে পাক সেনাবাহিনীর প্রধান এবং গুরুত্বপূর্ণ কর্তা-ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএসএসআই প্রধান থেকে পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সেখানেই ঠিক হয় আন্তর্জাতিক মঞ্চে ভারতকে চাপে ফেলতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে ইন্ধন যোগাবে পাকিস্তান। কিন্তু, শরিফ যখন বৈঠক করছিলেন ততক্ষণে ভারত যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সন্ত্রাসবাদী শিবিরগুলিতে হামলার ছক কষেছে তা তাঁদের ধারণার মধ্যেই ছিল না।
যদিও, নিয়ন্ত্রণনেখা টপকে ভারতীয় সেনার হামলার খবরের সত্যতা স্বীকার করেনি পাকিস্তান। তাঁদের সাফ বক্তব্য, নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ভারতীয় সেনারা সমানে গোলা-গুলি চালাচ্ছে। সেই ঘটনাকেই ‘সার্জিক্যাল অ্যাটাক’ বলে দাবি করছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন