ভারতের জন্য পরমাণু অস্ত্র তৈরি রেখেছে পাকিস্তান
ভারতের তরফ থেকে যে কোনও রকমের আগ্রাসনের জবাব দিতে তৈরি রয়েছে পাকিস্তান। তার জন্যই দু’ দেশের সীমান্তের কাছে পরমাণু অস্ত্র উত্ক্ষেপণের ব্যবস্থা তৈরি রেখেছে তারা। বুধবার পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের আগে এমনটাই স্পষ্ট ভাষায় জানালেন পাক বিদেশ সচিব এজাজ চৌধুরি।
যদিও এ কথা শুধুমাত্র পাকিস্তানের সাংবাদিকদের কাছেই জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, পাকিস্তান সীমান্ত জুড়ে ভারতের সাম্প্রতিক শক্তি বাড়ানোর ঘটনাকে ভাল চোখে দেখা হচ্ছে না। এতে দু’ দেশের শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে বলে তিনি মনে করেন। এজাজ বলেন, ‘ভারত সীমান্তের কাছে পরমাণু অস্ত্র নিক্ষেপ করার পরিকাঠামো তৈরি করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে কোনও সতর্কতা ছাড়াই আমরা প্রয়োজনে এই অস্ত্র ব্যবহার করতে সক্ষম। ভারতের দিক থেকে আগ্রাসন দেখানো হলে এগুলো ব্যবহার করা হবে। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে যথেষ্ট ভাবতে হবে ভারতকে।’
তবে এটা ভালো চোখে দেখছে না আমেরিকা। তারা মনে করছে, সন্ত্রাসবাদ সংক্রান্ত নানা কার্যকলাপের কারণে এমনিতেই বিশ্বের চোখে পাকিস্তানের অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই। তার ওপর এই পরমাণু অস্ত্র যদি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের হাতে পড়ে তবে বড় ধরনের প্রাণ হানির আশঙ্কা থেকেই যাচ্ছে। এ মুহূর্তে পাকিস্তানের কাছে ১২০টি পরমাণু অস্ত্র আছে। ২০২০-র মধ্যে তা বেড়ে ২০০-তে পৌঁছবে বলেই মনে করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক।
অপর দিকে, ভারতও এর জবাবে জানিয়েছে, পরমাণু অস্ত্র ব্যবহৃত হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। নয়াদিল্লির আরও জানিয়েছে, আসলে পরমাণু অস্ত্রের আড়ালে ভারতের বিরুদ্ধে ক্রমাগত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন