ভারতের প্রশংসা করে বিপাকে আফ্রিদি
ভারতের পতাকা বাসার ছাদে উড়িয়ে কয়েক দিন আগে জেলে গিয়েছিলেন পাকিস্তানের এক ক্রিকেটপ্রেমী। এবার ভারতের প্রশংসা করে বিপাকে পড়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের অধিনায়ককে উকিল নোটিশ পাঠিয়েছেন লাহোরের এক অ্যাডভোকেট।
অনেক টানাপড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে আগামী বুধবার তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। গতকাল রোববার সেই ইডেনেই বিশ্বকাপ উপলক্ষে প্রথম সংবাদ সম্মেলনে ভারত-বন্দনায় মেতে ওঠেন আফ্রিদি। তিনি বলেন, ‘ভারতের মতো পৃথিবীর আর কোথাও খেলাটা এত উপভোগ করি না। আমি এখন আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে। শুধু একটা কথাই বলতে পারি, ভারতে যে ভালোবাসা পেয়েছি তা আজীবন মনে থাকবে। এত ভালোবাসা এমনকি পাকিস্তানেও কখনো পাইনি।’
ভারতের ক্রিকেট-ভক্তদেরও প্রশংসা করে পাকিস্তানের তারকা অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তানের মতো এখানকার মানুষও ভীষণ ক্রিকেটপ্রেমী। সব মিলিয়ে আমার ক্রিকেট ক্যারিয়ারে ভারতের মাটিতে খেলাটা অনেক বেশি উপভোগ করেছি।’
আফ্রিদির এই ভারতপ্রীতি পাকিস্তানের অনেকেই ভালো চোখে দেখছে না। তাঁদেরই একজন লাহোরের সেই অ্যাডভোকেট। নোটিশে বলা হয়েছে, আফ্রিদি পাকিস্তানবিরোধী মন্তব্য করেছেন। মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে পাকিস্তানের অধিনায়ককে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন