ভারতের বারানসিতে পদদলিত হয়ে নিহত ২৪

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে পদদলিত হয়ে ২৪ জন নিহত হয়েছেন।
ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে কয়েক হাজার মানুষ শনিবার সেতুর ওপর দিয়ে যাচ্ছিলন। সেতু ভেঙে যাবার গুজবে হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গঙ্গা নদীর ওপর রাজঘাট সেতুসংলগ্ন রাস্তায় একজন পুরুষ শ্বাসরোধে মারা গেলে জনতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে রাজঘাট সেতু ভেঙে পড়েছে। উপস্থিত সবাই হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে মারা যান অনেকে।
স্থানীয় পুলিশ প্রধান জাভেদ আহমেদ বলেন, ধর্মগুরু জয় গুরুদেবের আশ্রমে একটি উৎসবে পাঁচ হাজার মানুষ জড়ো হবে উল্লেখ করে অনুমতি চাওয়া হয়। কিন্তু সেখানে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার্লামেন্টে বারানসি এলাকার প্রতিনিধিত্বকারী। টুইটারবার্তায় তিনি জানান, এ ঘটনায় তিনি মর্মাহত। ক্ষতিগ্রস্ত ও আহতদের সম্ভাব্য সব রকম সহায়তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন