ভারতের বিপক্ষে বড় পরাজয়ে হতাশ সাকিব

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্নের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ভারতের বিপক্ষে বড় হারে হতাশ টাইগাররা। পুরো দলের ক্রিকেটার থেকে সংশ্লিষ্ট সবার ছিল মন খারাপ। সংবাদ সম্মেলনে হতাশা নিয়েই কথা বলেছেন অধিনায়ক মাশরাফি। ম্যাচ পরবর্তি দেয়া এক সাক্ষাৎকারে হতাশার কথা জানিয়েছেন সাকিব আল হাসানও।
টাইগারদের দেয়া ২৬৫ রানের টার্গেট মাত্র ৪১.১ ওভারে এক উইকেটে হেসেখেলে পার করেছে ভারত। এতো বড় পরাজয় মানতে পারছেন না সাকিব। তিনি বলেন, “আমরা সেমিফাইনালে ওঠেছি। বড় বড় দল যেটা পারেনি। আমাদের জন্য সেমিফাইনালে খেলা গর্বের। আমাদের এটা ভালো সাফল্য। কিন্তু এ ম্যাচে যেভাব হেরেছি, সেটা দুঃখজনক। এভাবে হারা উচিৎ হয়নি। আমরা ভাবতে পারিনি যে, এভাবে হারব। আমাদের আরো ভালো খেলা উচিৎ ছিল।”
এদিকে টুর্নামেন্টে একদম ভালো করতে পারেন নি বাংলাদেশের পেসার সেনসেশন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে নিয়ে সাকিব বলেন, “এই টুর্নামেন্ট ওর (মুস্তাফিজ) কঠিন গেছে। এটাই হতেই পারে। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডেও সে ভালো করেছে। ব্যাটিং উইকেট, এখানে ভালো করাটা সহজ ছিল না। আমাদের সবার জন্য এই টুর্নামেন্টে একটা ভালো অভিজ্ঞতা। দুই বছর পর এখানে বিশ্বকাপ হবে। সেখানে এটা কাজে আসবে।”
A
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন