ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতের ২৯৭ রানের লক্ষ তাড়া করতে গিয়ে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে তুলতে সমর্থ হয়। প্রথম ১০ ওভারে ৯৪ রান করে বাংলাদেশ কিছুটা আত্মবিশ্বাস অর্জন করলেও, শেষপর্যন্ত লক্ষের কাছাকাছিও পৌঁছাতে পারেনি।
শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই পারভেজ হোসেন ইমন ফিরে গেলে বাংলাদেশের চাপে পরে। যদিও তানজিদ হাসান ও নাজমুল হোসেন কিছু রান তোলার চেষ্টা করেছিলেন। লিটন কুমার দাসের ৪২ রান এবং তাওহিদ হৃদয়ের ৬৩ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। মাহমুদউল্লাহর শেষ ম্যাচে প্রতীক্ষিত পারফরম্যান্স আসেনি, তিনি ৮ রানেই ফিরে যান।
ভারতের ব্যাটাররা ম্যাচে দাপট দেখিয়ে ২০ ওভারে ২৯৭ রান সংগ্রহ করে। সাঞ্জু স্যামসনের ৪০ বলে সেঞ্চুরি, সূর্যকুমারের ফিফটি এবং হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ৪৭ রানের ইনিংস বাংলাদেশের বোলিং আক্রমণকে ভেঙে দেয়। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৬৬ রান দিয়ে সর্বাধিক রান খরচের রেকর্ড গড়েন।
বাংলাদেশের ক্রিকেটে এমন পরাজয় নতুন নয়, তবে এই ম্যাচটি তাদের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় হার হিসেবে লেখা থাকবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি হতাশাজনক দিন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৯৭/৬ (স্যামসন ১১১, আভিশেক ৪, সুরিয়াকুমার ৭৫, পারাগ ৩৪, পান্ডিয়া ৪৭, রিঙ্কু ৮*, নিতিশ ০, সুন্দার ১*; মেহেদি ৪-০-৪৫-০, তাসকিন ৪-০-৫১-১, তানজিম ৪-০-৬৬-৩, মুস্তাফিজ ৪-০-৫২-১, রিশাদ ২-০-৪৬-০, মাহমুদউল্লাহ ২-০-২৬-১)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৭ (পারভেজ ০, তানজিদ ১৫, শান্ত ১৪, লিটন ৪২, হৃদয় ৪৩*, মাহমুদউল্লাহ ৮, মেহেদি ৩, রিশাদ ০, তানজিম ৮*; মায়াঙ্ক ৪-০-৩২-২, পান্ডিয়া ৩-০-৩২-০, সুন্দার ১-০-৪-১, নিতিশ ৩-০-৩১-১, বিষ্ণই ৪-১-৩০-৩, ভারুন ৪-০-২৩-০, আভিশেক ১-০-৮-০)
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন