ভারতের বিপরীতে খেলার আগে যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ
নতুন মিশনে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল| এখানে ভারতের বিপক্ষে হায়দরাবাদে ঐতিহাসিক টেস্ট খেলতে আগামী মাসে সেখানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে মূল লড়াইয়ের আগে একটি বিশেষ দলের বিপক্ষে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টিতে এক প্রকার রাজিও হয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বুধবারের মধ্যে চূড়ান্ত হবে। তার আগে শোনা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হায়দরাবাদ রঞ্জি দল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে জন মনোজ ও পিআর মান সিং।
ভারতের বিপক্ষে খেলার আগে এই বিশেষ টিমের সাথে প্রস্তুতি মূলক টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল! এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী। আশা করছি বিসিসিআই সেটার ব্যবস্থাও করবে।
বুধবার বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার (গেম ডেভেলপমেন্ট) রত্নাকর শেঠির সঙ্গে বসব। সেখানেই বিষয়টি চূড়ান্ত করব। বিসিসিআই যদি প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদকে খেলতে বলে সেটা আমাদের জন্য দারুণ কিছু হবে।’
প্রস্তুতি ম্যাচটি হায়দরাবাদের রঞ্জি দলের বিপক্ষে হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিআর মান সিং বলেন, ‘আসলে তেমনটি হলে হায়দরাবাদ রঞ্জি দলের জন্য দারুণ কিছু হবে।
তারা আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে। হায়দরাবাদের প্রত্যেক খেলোয়াড়দের জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা হবে। আশা করছি বিসিসিআই বিষয়টি দেখবে।’
মান সিং সম্প্রতি ঢাকা সফর করে গেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন