ভারতের মাইলফলকের টেস্টে নেই ইশান্ত শর্মা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না ইশান্ত শর্মা। চিকুনগুনিয়া রোগ থেকে পুরোপুরি সেরে না ওঠায় বৃহস্পতিবার থেকে কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।
প্রথম টেস্টেই তাকে না পাওয়াটা ভারতের জন্য বড় ধাক্কা। এখনো তার পরিবর্তে কাকে খেলানো হবে সেটি ঘোষণা দেয়নি বিসিসিআই। তবে ভারতের ৫০০তম টেস্টে বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে পারেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।
ইশান্ত শর্মা ৭২ ম্যাচে ২০৯ উইকেট নিয়েছেন। যার গড় ৩৬.৭১। ২০১৫ সালে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ২০১৪ সালে তার বোলিং প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন।
সেবার তিনি ৮ ম্যাচে নিয়েছিলেন ৩৮ উইকেট! সেবার তিনি ক্যারিয়ার সেরা বোলিং ফিগার করেছিলেন (৭৪ রানে ৭ উইকেট)। লর্ডসে তার বোলিং তোপে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে জয় পেয়েছিল ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে তিনি ৫১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তবে কিউইদের বিপক্ষে তার সামগ্রিক বোলিং পরিসংখ্যান ভালো। সফরকারী দলের বিপক্ষে ৬ ম্যাচে তিনি নিয়েছেন ৩০ উইকেট।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের মাইলফলকের (৫০০তম) টেস্টে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন