ভারতের রান বন্যার পর মহাবিপদে ইংল্যান্ড

মুম্বাইয়ের ওয়াংখোড় স্টেডিয়ামের উইকেট যে ব্যটসম্যানদের পক্ষেই রায় দেবে তা ইংল্যান্ডের প্রথম ইনিংসেই বোঝা গিয়েছিল। সেই উইকেটের সঙ্গে যদি এক অতিমানব বিরাট কোহলি আর মুরালি বিজয়রা যুক্ত হয় তবে কী হতে পারে তা ভারতের প্রথম ইনিংসের দিকে তাকালেই স্পষ্ট।
কোহলির ডাবল সেঞ্চুরি, বিজয় আর জয়ন্ত যাদবের জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের বন্যা বইয়ে দিয়েছে ভারত!
ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে মুম্বাই টেস্টের চতুর্থ দিনে ৬৩১ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। চেতেশ্বর পুজারার ৩ রানের আক্ষেপটা বাদ দিলে কী অপূর্ব ভারতের স্কোরবোর্ড। মুরালি বিজয় ১৩৬, জয়ন্ত যাদব ১০৪ এবং অধিনায়ক কোহলি ২৩৫! ২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড দ্রুত রান তোলার চেষ্টা করে। চতুর্থ দিনের তৃতীয় সেশনে এর চাইতে উপযুক্ত কিছু করার ছিল না তাদের কাছে। স্কোরবোর্ড ১ রান যুক্ত হতেই ফিরে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অভিষিক্ত কিয়েটন জেনিংস (০)।
দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক অ্যালিস্টার কুক এবং জো রুট। কিন্তু দলীয় ৪৩ রানেই ফিরে যান কুক (১৮)। ৬ রানের ব্যবধানে ফিরে যান মঈন আলী (০)। দুটি উইকেটই নেন রবীন্দ্র জাদেজা। আর জেনিংসকে ফেরান ভুবনেশ্বর কুমার। এরপর জনি বেয়ারস্টো এবং জো রুট মিলে বড় জুটি গড়ে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জুটিতে এসেছে ৮৯ রান। ইংল্যান্ড পিছিয়ে আছে ৯৩ রানে। দিনের আরও ১৩ ওভার খেলার বাকী আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন