ভারতের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার তীব্র নিন্দা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্য হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। কাশ্মীরের উড়িতে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে এই সন্ত্রাসী হামলায় ১৭ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বার্তায় ভারতের সশস্ত্র বাহিনীর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ’জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এতে বলা হয়, বাংলাদেশ ঘনিষ্ট বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে কোন সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে।
বার্তায় আরো বলা হয়, আমরা এই অঞ্চল থেকে সীমান্ত্র সন্ত্রাস নির্মূলে আমাদের অভিন্ন প্রচেষ্টায় এক সঙ্গে কাজ করে যাব।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন