ভারতের ২২ বিমানবন্দরে সতর্কতা
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের ২২টি বিমানবন্দরকে সতর্ক করা হয়ছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর এমন নির্দেশে সাড়া দিয়ে এসব বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী শহর দিল্লি, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের ২২টি বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট রাজ্যগুলোর পুলিশপ্রধান এবং বিমানবন্দরের দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী সিআইএসএফের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যুরো। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলোকেও নিরাপত্তা বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
বিমানবন্দরের যাত্রীদের মালপত্র, পার্কিং লট, মালপত্র ওঠানো-নামানোর স্থান এবং বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে পরীক্ষা আরো বাড়ানো হয়েছে।
ভারতজুড়ে চলছে পূজা উৎসব। এমন উৎসবের সময় সাধারণত বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়। তবে এবার নিরাপত্তা বাড়ানোর কারণ হিসেবে সন্ত্রাসী হামলার কথা জানিয়েছে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এর আগে গত সপ্তাহে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে জঙ্গিদের জমায়েত হওয়ার সাতটি স্থানে হামলা চালানোর দাবি করে ভারতীয় সেনারা।
গতকাল বৃহস্পতিবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক ব্রিফিংয়ে বলেন, শতাধিক সন্ত্রাসী সীমান্ত পার হয়ে ভারতে হামলার প্রস্তুতি নিয়েছে।
গত মাসে পাকিস্তানের সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হয়। আহত হয় আরো কয়েক সেনা। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। উরি হামলার ঘটনা এবং পরে সীমান্তে গোলাগুলি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন