শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের ২ বিলিয়নের জবাবে ঢাকাকে চীনের ২৪ বিলিয়ন!

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে ২৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তি হতে যাচ্ছে। সবচেয়ে বড় অঙ্কের এই ঋণে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, একটি সমুদ্রবন্দর এবং রেল অবকাঠামোর উন্নয়ন হবে।

গত ৩০ বছরে চীনের কোনো প্রধানমন্ত্রীর এই প্রথম বাংলাদেশ সফর। আর এই সফরে চীনের লক্ষ্য বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন প্রকল্পে তাদের অংশগ্রহণ বাড়ানো। এটি এমন সময়ে হচ্ছে যখন ভারতও প্রভাববলয়ের অন্তর্ভুক্ত দেশটিতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে।

ভারতের সহায়তায় জাপানও বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। একটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কম সুদে ঋণ দিতে এগিয়ে এসেছে দেশটি। দেশটির উন্নয়নে কাজ করতে চায় জাপান।

এদিকে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, ২৫টি প্রকল্পে বিনিয়োগের ভাবনা নিয়ে এগিয়ে এসেছে চীন। এই প্রকল্পগুলোর মধ্যে আছে ১৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। এ ছাড়া একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণেও আগ্রহী বাংলাদেশ।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এম এ মান্নান বলেন, শি জিনপিংয়ের বাংলাদেশ সফর এক নতুন দিগন্তের সূচনা করবে। তাঁর সফরকালে প্রায় ২৪ বিলিয়ন ডলারের সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ।

আরো পড়ুনঃ- চীনের প্রেসিডেন্টের জিনপিং-খালেদা জিয়া বৈঠক

আরো পড়ুনঃ- ‘২০১৭ হবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের বছর’

চীনের সঙ্গে প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মহাসড়ক ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উন্নয়ন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বৃহৎ অবকাঠামোগুলোর উন্নয়নে বিপুল পরিমাণ ঋণের প্রয়োজন। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির নেতার এ সফর দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে চীনের প্রতিষ্ঠান জিয়াংসু ইটার্ন কোম্পানি লিমিটেড জানিয়েছিল, বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে ১ দশমিক ১ বিলিয়ন ডলার দিতে চায় প্রতিষ্ঠানটি।

এই সফরে বেইজিং মূলত সোনাদিয়া দ্বীপে একটি গভীর সমুদ্রবন্দর স্থাপনের আগের পরিকল্পনাটি নিয়ে কাজ করতে চায়। কর্মকর্তারা জানান, বহু বছর ধরে পরিকল্পনাটি আটকে আছে।

আগামীকাল (শনিবার) সকাল ১০টায় চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে ভারতের গোয়ায় যাবেন।

চীনের প্রধানমন্ত্রী এমন একসময়ে বাংলাদেশ সফরে গেলেন, যখন প্রতিবেশী দেশ যেমন শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়তে কাজ করছে ভারত। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ঢাকা সফরে বাংলাদেশের জন্য দুই বিলিয়ন ডলারের ঋণ সুবিধা দিয়েছিলেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চীন সেই অর্থের অঙ্ককে টেক্কা দিয়েছে।

যদিও এই অদৃশ্য প্রতিযোগিতার কথা স্বীকার করছেন না কেউই। সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক ঝাও গানছেং বলেন, চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে। এখানে দুই দেশই এগিয়ে আসছে। আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ চীন ও ভারত উভয় দেশেরই বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে