ভারতে অস্বাভাবিক যৌনকর্মের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভারতের দক্ষিণ হায়দরাবাদে কুকুরের সঙ্গে যৌনকর্মের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
যুবকের নাম আসলাম খান (২২)। তিনি কুকুরটিকে শ্বাসরোধে হত্যা করেছেন নাকি যৌনকর্মের সময় কুকুরটি মারা গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওই যুবক পুলিশকে বলেন, রাজধানী শহর দিল্লি থেকে দিনমজুর হিসেবে কাজ করতে দুই দিন আগে দক্ষিণ হায়দরাবাদে যান তিনি। সোমবার সকালে ঝোপঝাড়ে একটি কুকুরের সঙ্গে তাঁকে যৌনকর্মে লিপ্ত হতে দেখেন স্থানীয় লোকজন।
কুকুরটি বেওয়ারিশ ছিল। স্থানীয় কিছু পরিবারের লোকজন এটিকে দেখাশোনা করত ও খেতে দিত।
পুলিশ জানিয়েছে, আসলাম খানকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হয়নি।
প্রাণী অধিকারকর্মী এনজি জয়াসিমহা বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড মানুষের পাশবিক আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের এখনই সময়। এ ধরনের অপরাধ সংঘটনকারীকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ না করতে পারে।’
ভারতে কুকুরের সঙ্গে নৃশংসতার ঘটনা নতুন নয়। তিন মাস আগে দেশটির চেন্নাইয়ে একটি কুকুরকে ছাদ থেকে ফেলে দেন মেডিকেলের দুই শিক্ষার্থী। তাঁরা ফেলে দেওয়ার সেই দৃশ্য ভিডিও পর্যন্ত করেন। এর পর থেকে ভারতে প্রাণীর ওপর নৃশংসতা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবি ওঠে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন