ভারতে উপবাসে মৃত কিশোরীর মা-বাবার ওপর তদন্ত
ভারতের হায়দরাবাদে ৬৮ দিন উপবাসে থেকে মৃত জৈন ধর্মাবলম্বী কিশোরীর মা-বাবার ওপর তদন্ত চালাচ্ছে পুলিশ।
দক্ষিণ হায়দরাবাদের পুলিশ বিবিসি হিন্দিকে এ তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য, আরাধনা সমদরিয়া নামের ওই কিশোরীকে উপবাসে বাধ্য করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হবে তার মা-বাবার কাছে। তবে মা-বাবার বক্তব্য হলো, জৈন ধর্মের বিধান অনুযায়ী কিশোরী স্বেচ্ছায় উপবাসে থেকেছে।
হায়দরাবাদ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কিশোরী মৃত্যুর ঘটনায় শিশু অধিকারবিষয়ক একটি সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তার মা-বাবার বিরুদ্ধে একটি মামলা নথিবদ্ধ করা হয়েছে।
গত সপ্তাহে আরাধনার মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ দেখা গেছে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অনেকেই দীর্ঘ উপবাসে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জৈন ধর্মে উপবাসের বিধান সংস্কারের বিষয়ে ভাবার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, আরাধনা টানা ৬৮ দিন সেদ্ধ পানি পান করেছে। উপবাস ছাড়ার দুই দিন পর তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো মানুষ খাবার ছাড়া দুই মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে।
৬৮ দিন উপবাসের পর মারা গেল ১৩ বছরের কিশোরি
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন