ভারতে একই জায়গায় প্রতিবছর আত্মহত্যা করতে আসে শত শত পাখি!
হেমলক সোসাইটি কি শুধু মানুষের জন্য! আত্মহত্যা কি শুধু মানুষের সম্পত্তি! যখন খুশি সেই শুধু নিজের ইচ্ছেয় মরতে পারে? একেবারে নয়। এই ভারতেই আছে একটি জায়গা। অসমে। নাম যাতিঙ্গা। কী হয় জানেন সেখানে? সারা দেশের নানান পাখিরা আসে সেখানে আত্মহত্যা করতে! হ্যাঁ, শুনে চমকানোর মতোই। কিন্তু পাখিরাও আত্মহত্যা করতে আসে ঝাঁকে ঝাঁকে। নিয়ম মেনে প্রতি বছর। দীর্ঘদিন ধরে।
এই অঞ্চেল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধের দিকে অনেক দূর দূরান্তের পাখিরা চলে আসে। আর প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গা জুড়ে তারা উপর থেকে টপটপ করে মরে পড়তে থাকে। অনেকদিন ধরে চলছে এই ঘটনা। গ্রামবাসীদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উত্সর্গ করতেই পাখিরা আসে যাতিঙ্গায়!
যদিও এর কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। অবশ্য এখন দেশ বিদেশের প্রচুর বিজ্ঞনীও খুঁজে বের করার চেষ্টা করছেন, এই অদ্ভূত ঘটনার ব্যাখ্যা। যদিও এখনও কিছুই জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন