ভারতে এক দিনে ৫০ হাজার বিয়ে স্থগিত
নোট বাতিলের জেরে ভারতে এক দিনেই ৫০ হাজার বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়েছে। রবিবার দেশটির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে এ ঘটনা ঘটে।
ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হিন্দু বিয়ের প্রথা অনুযায়ী, রবিবার ছিল বিয়ের জন্য শুভ দিন। জ্যোতিষীদের মতে, এমন শুভ দিনের জন্য অপেক্ষা করতে হবে আরও পাঁচ সপ্তাহ। আর এ কারণেই হায়দরাবাদে রবিবার ২০ হাজার বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে অধিকাংশ বিয়েই স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসারে, বিয়ের খরচ নির্বাহের জন্য ২ লাখ ৫০ হাজার রুপি দেয়া যাবে। কিন্তু সেজন্য কোন কোন খাতে কত রুপি এবং তা কাদের মাধ্যমে ব্যয় করা হবে, তার নথিপত্র জমা দেয়া বাধ্যতামূলক।
তাই বিয়ের জন্য ব্যাংক থেকে রুপি উত্তোলনে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা নিয়ে জটিলতায় পড়ে সংশ্লিষ্ট পরিবারগুলো। এর কারণে কাগজপত্র জমা দিতে না পারায় রুপি উত্তোলন সম্ভব হয়নি। তবে অনেকের অভিযোগ, সবকিছু দেয়ার পরও ব্যাংক বলছে তাদের কাছে এত রুপি নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন