সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে এবার নোটের পর লবণ নিয়ে হাহাকার, লবণের দাম শুনলে চমকে উঠবেন..!!

আচমকাই শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের লখনউ, কানপুর, ফতেপুর, নয়ডা সহ-একাধিক জায়গায় নুনের চাহিদা তুঙ্গে পৌঁছয়। কয়েক ঘণ্টার মধ্যে উত্তরপ্রদেশের অধিকাংশ দোকান থেকেই অদৃশ্য হয়ে যায় নুনের বস্তা বস্তা প্যাকেট। কেউ কেউ আবার একাই ২০ থেকে ৪০টা করে নুনের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু, হঠাৎ নুন নিয়ে এমন আকচাআকচি কেন?

উত্তরপ্রদেশে কোনও ভাবে রটে গিয়েছিল, গুজরাটে নুনের উৎপাদন বন্ধ করে দিয়েছে টাটা গোষ্ঠী। যার জন্য দেশের বাজারে নুনের যোগান কমে গিয়েছে। এবং নুনের দাম এবার ২০০ টাকা কিলো দরে পৌঁছে যাবে। ব্যস, এমন গুজবে কান দিয়ে দোকানে দোকানে ভিড় জমাতে শুরু করেন লখনউ, কানপুর থেকে ফতেপুর-সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। যে যার মত নুন স্টক করতে শুরু করে। দোকানিরাও এর ফায়দা তুলে বলতে থাকে, নুনের যোগান কমে যাওয়ার কথা এবং ১৮ থেকে ২০ টাকা কিলো দরের নুন, কেউ কেউ বেচতে শুরু করেন ৪০০ টাকা কিলো দরে।

উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে নুন নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়ে লাগোয়া দিল্লিতেও। দলে দলে মানুষ নুন কিনতে ছুটতে থাকেন দোকানে। অনেকে নুন না পেয়ে দোকানে ভাঙচুর শুরু করেন। এমনকী, লাইনে দাঁড়ানো নিয়েও লোকেদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও মারপিটে বেশকিছু লোক জখম হয়েছে বলে খবর।

এদিকে, উত্তরপ্রদেশ লাগোয়া বিহারের বহু স্থানেও নুন নিয়ে গুজব শুরু হয়। দোকানে দোকানে ভিড় করতে থাকেন মানুষ। গুজরাটেরও বহু জায়গাতেও নুন কেনার জন্য লাইন পড়ে যায়।

নুনের যোগান নিয়ে গুজবের জেরে পরিস্থিতি জটিল হয়ে উঠছে দেখে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে প্রত্যেকটি রাজ্য সরকার। উত্তরপ্রদেশে নুন নিয়ে কীভাবে গুজব রটল তা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যে সব অসাধু ব্যবসায়ী এই গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকারও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় রাজ্যে পর্যাপ্ত নুন আছে। কোনওভাবে এই নিয়ে সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রকও টুইটারে জানিয়ে দেয়, দেশে রোজ ২২০ লক্ষ টন নুন উৎপাদন হয়। এর মধ্যে মাত্র ৬০ লক্ষ টন সাধারণ মানুষ ব্যবহার করেন। বাকি নুন ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ বা রফতানির জন্য রাখা থাকে। সুতরাং, নুনের সঙ্কট তৈরি হলে তা সামলানোর মতো ব্যবস্থা সরকারের কাছে বলেও জানিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। -এবেলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ