ভারতে ওয়ানডে সিরিজটা জিততে চান নাসির
ভারতের এ দলের সাথে ৩টি ওয়ানডে ও ২টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। আর এই সফরের জন্য এ দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাসির হোসেন। আজ মিরপুরে গণমাধ্যমকে নাসির জানিয়েছেন এই সিরিজ নিয়ে তার পরিকল্পনার কথা।
সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। এর আগে এ দলের খেলোয়াড়দের মূল ফোকাসটা কোথায় থাকবে? ওয়ানডে নাকি তিন দিনের ম্যাচ? এ ব্যাপারে নাসির বলেন, ‘ফোকাস দুইদিকেই থাকবে। প্রথমত আমরা ওয়ানডে সিরিজটা জিততে যাব। আর তিনদিনের ম্যাচগুলো পরে হওয়াতে ভালো হয়েছে। কারণ এটা খেলে এসেই আমরা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলব।’
এই সফরে নিজের জন্য আলাদা কোন লক্ষ্য নেই জানিয়ে নাসির বলেন, ‘আমার আসলে ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই। যতটুকু সুযোগ পাই সেটা কাজে লাগানোই আমার ব্যক্তিগত লক্ষ্য। আর আমার লক্ষ্য অবশ্যই ভালো ক্রিকেট খেলা। হার-জিত বড় নয়। আমরা যেন ভাল একটা সফর করে আসতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন