ভারতে কারাভোগ শেষে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে তিন বছর কারাভোগের পর মাতৃভূমিতে ফিরেছে সাত বাংলাদেশি।
গতকাল মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে চার কিশোর ও তিন নারীকে বাংলাদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের অভিবাসন পুলিশ।
ফেরত আসা সাতজন হলো—শাহানারা খাতুন (১৭), ফিরোজা খাতুন (৩০), ফাতিমা খাতুন (১৬), পলাশ হোসেন (১৫), সুজন মিয়া (১৩), অলোক সরকার (১৪) ও জয়চন্দ্র শীল (১৫)। তাদের বাড়ি সাতক্ষীরা, কুমিল্লা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল তল্লাশিচৌকির অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই সাতজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘যশোর রাইটস’ ও ‘মহিলা আইনজীবী সমিতি’ নামে দুটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর মহিলা আইনজীবী সমিতির আইনজীবী নাসিমা খাতুন জানান, ওই কিশোর ও নারীদের ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। পরে তাদের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া হয়। সেখান থেকে ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে আটক করে তাদের আদালতে পাঠায়।
নাসিমা খাতুন আরো জানান, আদালতে তিন বছর কারাভোগের পর কলকাতার ‘ধ্রুবাশ্রম’ ও ‘লিলুয়া’ নামে দুটি এনজিও ওই সাতজনকে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর গত রাতে তাদের দেশে ফেরত আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন