ভারতে কারাভোগ শেষে ফিরল ৭ বাংলাদেশি

ভারতে তিন বছর কারাভোগের পর মাতৃভূমিতে ফিরেছে সাত বাংলাদেশি।
গতকাল মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে চার কিশোর ও তিন নারীকে বাংলাদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের অভিবাসন পুলিশ।
ফেরত আসা সাতজন হলো—শাহানারা খাতুন (১৭), ফিরোজা খাতুন (৩০), ফাতিমা খাতুন (১৬), পলাশ হোসেন (১৫), সুজন মিয়া (১৩), অলোক সরকার (১৪) ও জয়চন্দ্র শীল (১৫)। তাদের বাড়ি সাতক্ষীরা, কুমিল্লা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল তল্লাশিচৌকির অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই সাতজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘যশোর রাইটস’ ও ‘মহিলা আইনজীবী সমিতি’ নামে দুটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর মহিলা আইনজীবী সমিতির আইনজীবী নাসিমা খাতুন জানান, ওই কিশোর ও নারীদের ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। পরে তাদের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া হয়। সেখান থেকে ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে আটক করে তাদের আদালতে পাঠায়।
নাসিমা খাতুন আরো জানান, আদালতে তিন বছর কারাভোগের পর কলকাতার ‘ধ্রুবাশ্রম’ ও ‘লিলুয়া’ নামে দুটি এনজিও ওই সাতজনকে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর গত রাতে তাদের দেশে ফেরত আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন