‘ভারতে জন্মেছি, ভারতেই মরব’
বলিউড অভিনেতা আমির খান বলেছেন, ভারত ছাড়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। দেশের বাইরে দুই সপ্তাহের বেশি তিনি থাকতে পারবেন না।
গতকাল সোমবার ভারতের মুম্বাইয়ে ‘রং দে বাসন্তী’সিনেমার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির এ মন্তব্য করেন।
‘আমি দেশকে (ভারত) ভালোবাসি। আমি এখানে জন্মেছি, এখানেই মরব। আমি কখনোই ভারত ছাড়ার কথা ভাবিনি এবং কখনোই এ ধরনের কোনো উদ্যোগ নেব না’, সাংবাদিকদের বলেন আমির।
‘আমি কখনো বলিনি ভারত অসহিষ্ণু অথবা আমি দেশ ছাড়তে চাই… এ দুই কথা সবাইকে বলেছি’, যোগ করেন আমির।
অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলিউডের প্রভাবশালী এ অভিনেতা বলেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই, আমি কখনো বলিনি ভারত অসহিষ্ণু। আমাদের দেশে বিচিত্র ভাষা, সংস্কৃতি আছে…ভারতের মতো এমন বৈচিত্র্য পৃথিবীর কোনো দেশে নেই এবং এটাই ভারতের শক্তি। তা সত্ত্বেও, কেউ যদি আমাদের মধ্যে ভাঙন ধরাতে চায়, সেটি আমাকে আহত করে। দয়া করে, এ দেশকে দুর্বল করবেন না। বিষ ছড়াতে দেবেন না। আসুন একত্রে বসবাস করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন