ভারতে ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
ভারতে এক নেপালি নারীকে গণধর্ষণ ও হত্যার দায়ে সাত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হরিয়ানার রোহতাকের বিশেষ আদালত সোমবার এ রায় দেন। খবর বিবিসির।
হরিয়ানা রাজ্যের রোহতাক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ২৮ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ওই নেপালি নারী। এর তিন দিন পর একটি মাঠে তার মৃতদেহ পাওয়া যায়।
লাশের ময়নাতদন্তে দেখা গেছে, ওই নারীকে গণধর্ষণের পর তার দেহে পাথর, ব্লেড ও লাঠি ঢোকানো হয়।
রায়ে নারী বিচারক সীমা সিংঘাল বলেন, ‘এ ঘটনায় জড়িত সবাইকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করছি। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিচ্ছি।’
এটা অপরাধীদের জন্য শক্ত বার্তা বলেও উল্লেখ করেছেন তিনি।
নেপালি নারীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে একজনের বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে। অপর অভিযুক্ত গ্রেফতারের পর আত্মহত্যা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন