ভারতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু| আহত আরো ৬০ জন
ভারতের উত্তর প্রদেশের বারানসিতে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। রাজঘাট সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নারী।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব জয় গুরুদেবের ভক্তরা রাজঘাট সেতুর কাছে একটি অনুষ্ঠানে মিলিত হয়। ভক্তরা মিছিল করে রাজঘাট সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটে। ২০১২ সালে জয় গুরুদেব মারা যান।
ভারতের সংবাদপত্র দ্য হিন্দু জানিয়েছে, পদদলনের ঘটনায় আহত হয়েছে ৬০ জন।
পুলিশ কর্মকর্তা জাভেদ আহমেদ জানান, ভিড়ের মধ্যে শ্বাসকষ্টের কারণে এক ব্যক্তি মারা যান। এরপর গুজব ছড়িয়ে পড়ে সেতু ভেঙে পড়েছে। এরপরই আতঙ্ক নিয়ে ছোটাছুটি শুরু হয়।
জাভেদ আহমেদ জানান, পাঁচ হাজার মানুষের অনুমতি চেয়েছিল আয়োজকরা। কিন্তু অনুষ্ঠানের সময়ে আরো বেশি মানুষ উপস্থিত হয়। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
অনুষ্ঠানে থাকা এক ব্যক্তি বলেন, ‘অনেক হৈ চৈ, ধাক্কাধাক্কি শুরু হয়। এ ধাক্কাধাক্কিতে আমার মাও মারা যায়।’
ব্রিকস সম্মেলন নিয়ে গোয়াতে ব্যস্ত আছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করেছেন। তিনি বারানসি এলাকার সংসদ সদস্যও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন