শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে প্রথম তৃতীয় লিঙ্গের পুলিশ কর্মকর্তা

ভারতে প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে পুলিশ কর্মকর্তা পদে নিয়োগ পেলেন চেন্নাইয়ের কে পৃথিকা যশিনি। বিবিসি বলছে, তিনি পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছেন। পৃথিকা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলেও অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন।

তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু প্রদেশে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদন করেছিলেন। কিন্তু তামিলনাড়– ইউনিফর্মড সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড (টিএনইউএসআরবি) তাকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে চাকরি দিতে অস্বীকৃতি জানায়।

পৃথিকা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন। চেন্নাইয়ের উচ্চ আদালত তার পক্ষে রায় দেয়।

ঐতিহাসিক রায়ে আদালত টিএনইউএসআরবিকে জানায়, সাব ইন্সপেক্টর পদে যোগ দেওয়ার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার সবই যশিনির রয়েছে। অতএব তাকে অনতিবিলম্বে যেন চাকরিতে নিযুক্ত করা হয়।

উচ্চ আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছে, এখন থেকে চাকরিতে নিয়োগের সময় রূপান্তরকামীদের জন্য ‘থার্ড ক্যাটাগরি’র উল্লেখ করতে হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে সাব ইন্সপেক্টর পদে করা যশিনির আবেদন খারিজ করে দেয় টিএনইউএসআরবি। এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করেন।

চলতি বছরের সেপ্টেম্বরেই আদালতের নির্দেশে মৌখিক পরীক্ষা দেওয়ার অনুমতি পান যশিনি। তাতে উৎরেও যান। সেসময় তাকে পুরুষ হিসেবে উল্লেখ করা হলেও তিনি এখন নারী।

উচ্চ আদালত জানিয়েছে, সংবিধান অনুযায়ীই একই ধরনের সুবিধা পাওয়ার অধিকার যশিনির মতো সকল তৃতীয় লিঙ্গের মানুষের রয়েছে।

আদালতে তার পক্ষে রায় দেওয়ার পর পৃথিকা বলেন, “আমি খুবই শিহরিত। তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য এটি একটি নতুন সূচনা।”

ভারতে প্রায় ২০ লাখ তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ু পুলিশের তালিকায় ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের তিনজন কনস্টেবল রয়েছেন।

তবে পৃথিকা হচ্ছেন ভারতের প্রথম রূপান্তরকামী তৃতীয় লিঙ্গের সরকারি কর্মকর্তা।

পৃথিকার আগের নাম ছিল প্রদীপ কুমার। কম্পিউটার স্টাডিজ কোর্স সম্পন্ন করার আগেই তিনি পিতা-মাতাকে ছেড়ে চলে যান এবং অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন।

পৃথিকার বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ছোটবেলা থেকেই পৃথিকা পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ