ভারতে ফিরছেন না ফাওয়াদ খান
পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারত ছাড়ার যে হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সেটার প্রভাব বোধহয় পড়তে শুরু করেছে বলিউডে। ইতোমধ্যেই ভারত ছাড়তে শুরু করেছেন পাকিস্তানি তারকারা। সে তালিকায় এবারে যোগ হল অভিনেতা ফাওয়াদ খানের নাম।
অক্টোবরে ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা কাজে ভারতে আসার কথা ছিল এ পাকিস্তানি অভিনেতার। কিন্তু এমএসএন এর হুমকির কারণে ভারতে আসার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, এ মুহূর্তে পাকিস্তানে রয়েছেন ফাওয়াদ খান। সামনেই ঘরে আসছে তার দ্বিতীয় সন্তান। এ সময়ে স্ত্রীর পাশে সময় কাটাতে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। অক্টোবরেই আবার ভারতে ফিরে আসার কথা ছিলো তার।
এদিকে ভারতীয় ছবি থেকে পাকিস্তানি তারকাদের প্রত্যাহার এবং ছবিতে পাকিস্তানি অভিনেতাদের অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছে এমএনএস এর ছাত্রপথ শাখা। তা না হলে কোনো ছবি সিনেমা হলে মুক্তি দিতে দেবে না বলেও জানিয়েছেন এ দলটির মুখপাত্র আমেয় খোপকার।
এমএনএস এর নতুন এ সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবির পরিচালক কারান জোহর। কারণ এ ছবিতে রানবির কাপুর, ঐশ্বরিয়া রাই ও আনুশকা শর্মার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাওয়াদ খান।
‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ থেকে ফাওয়াদ খানের অংশটুকু বাদ দেওয়ার দাবিতে ধার্মা প্রোডাকশন এর সামনে বিক্ষোভ করেছেন এমএনএস এর সদস্যারা। এ অবস্থার এ ছবির প্রচারণা ও মুক্তি নিয়ে বেশ ভাবনায় পড়েছেন পরিচালক কারান জোহার।
উরি হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। সে উত্তাপ এসে পড়েছে রূপালি পর্দাতেও। পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা এ সংকট এর সমাধান নয়- অনেকে এমন মন্তব্য করলেও খুব সহজেই যে এ সমস্যার সমাধান হচ্ছে না তা বেশ স্পষ্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন