ভারতে ফিরল বাস্তবের ‘মুন্নি’
মায়ের সঙ্গে ভারতে এসে হারিয়ে যায় পাকিস্তানী বালিকা মুন্নি। নানা প্রতিকূলতা পেরিয়ে বোবা মেয়েটিকে পাকিস্তানে পৌঁছে দেন বজরঙ্গী। বলিউড সুপারস্টার সালমান খানের ব্লকব্লাস্টার সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’র এই কাহিনী মনে আছে নিশ্চয়ই।
ওই কাহিনীর মতো সোমবার পাকিস্তান থেকে ভারতে ফিরলেন ১১ বছর আগে হারিয়ে যাওয়া গীতা।
মাত্র ১১-১২ বছর বয়সে পাকিস্তানের ভূখণ্ডে হারিয়ে যায় গীতা। ছবির মুন্নির মতো সেও বাকপ্রতিবন্ধী। এমনকি কানেও শোনে না সে। অবশেষে নানা চড়াই-উৎড়াই পেরিয়ে সোমবার ইসলামাবাদ থেকে দিল্লিতে পৌঁছে বাস্তবের ‘মুন্নি’।
গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমার পর গীতার খোঁজ মেলে। পাকিস্তানের দাতব্য প্রতিষ্ঠান গীতার সন্ধান পেয়ে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করে। এরপর গীতাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সালমান খানসহ ভারতীয় গণমাধ্যম বেশ ইতিবাচক সাড়া দেয়।
ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রকাশ করা ছবি দেখে গীতাকে নিজের মেয়ে হিসেবে দাবি করেন বিহারের জনার্দন মাহাতো। তিনি জানান, এই গীতাই তার হারিয়ে যাওয়া মেয়ে হীরা। যে ২০০৪ সালে একটি উৎসবে হারিয়ে যায়।
এখনই গীতাকে ফিরে পাচ্ছেন না মাহাতো। দিল্লিতে তার ডিএনএ টেস্টের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দাতব্য সংগঠন এধি জানিয়েছে, ডিএনএ টেস্টের ফলাফলের আগ পর্যন্ত দিল্লিতে অবস্থান করবে গীতা। ভারতীয় পরিচয় নিশ্চিত না হলে তারা গীতাকে ফিরিয়ে নিতে প্রস্তুত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন