ভারতে স্ত্রী-কন্যার পর ছেলেসহ আমলার আত্মহত্যা
ভারতের দিল্লিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত এক প্রাক্তন আমলা আত্মহত্যা করেছেন। একই বাড়িতে ওই ব্যক্তির ২৫ বছরের ছেলেও আত্মহত্যা করেছে। মঙ্গলবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাক্তন ওই আমলার নাম বি কে বনশাল। কর্পোরেট বিষয়ক মন্ত্রলায়ের জেনারেল ডিরেক্টর পদে কাজ করতেন তিনি। গত জুলাই মাসে ওই বাড়িতে আত্মহত্যা করেছিলেন বনশালের স্ত্রী ও কন্যা।
গত জুলাইয়ে একটি ওষুধ কোম্পানির কাছ থেকে ৯ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বনশালের বিরুদ্ধে। তদন্তে নেমে সিবিআই বনশালের দিল্লির বাড়িতে তল্লাশি চালায়। ওই সময় তার বাড়ি থেকে প্রায় ৬০ লাখ রুপি, সম্পত্তি সংক্রান্ত ২০টি দলিল এবং প্রায় ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র উদ্ধার করা হয়। এর পরেই গ্রেফতার করা হয় তাকে। সিবিআইয়ের তল্লাশির দু’দিন পরে বনশালের বাড়ি থেকে তার স্ত্রী ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখান থেকে একটি সুইসাইড নোট মেলে। ওই নোটে লেখা ছিল, তল্লাশির ঘটনায় অপমানিত হয়ে তারা দু’জন আত্মহত্যা করেছেন। সেই সময় বনশল পুলিশি হেফাজতে ছিলেন। তার ছেলেকেও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন।
মঙ্গলবার বনশালের মৃতদেহ তার স্ত্রীর ঘরে এবং ছেলের মৃতদেহ তার কন্যার ঘর থেকে উদ্ধার করা হয়। তারা দুজনই সুইসাইড নোট রেখে গেছেন। এর সঙ্গে পারিবারিক ছবিও যুক্ত করা ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন