ভারত আমাদের সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যে কার্যক্রম আমরা করব, তাঁরা আমাদের সহযোগিতা করবেন।
আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘গুলশানে ও ঈদের দিন শোলাকিয়ায় যেসব সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা জানাই। সবাইকে উদ্যোগ নিতে হবে নিজ নিজ এলাকায় প্রতিটি পাড়া মহল্লায়। দেখতে হবে কারা এ সন্ত্রাসীকাণ্ডের সঙ্গে জড়িত।’ তিনি আরো বলেন, ‘এ বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাব।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশের অর্থনীতি যখন শক্তিশালী হচ্ছে, মানুষের আর্থ সামাজিক উন্নতি হচ্ছে, ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তখন এ ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যহত করার চেষ্টা করছে। আমরা এটা মেনে নিব না। কাজেই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’
ভারতের সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এখানে (বাংলাদেশে) ঘটনা ঘটিয়ে ওখানে (ভারত) গিয়ে পালাবে, ওখানে ঘটনা ঘটিয়ে এ পাড়ে এসে পালাবে এটা কিন্তু আর চলবে না। সে ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে সব সময় সহযোগিতা থাকবে কোনো দেশই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দুই দেশের জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আর্থ সামাজিক উন্নয়নের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।’ তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নতি করতে হলে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা সদ্ভাব থাকা একান্ত প্রয়োজন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
রাজধানী ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় এক যুবককে বাসা থেকে ডেকেবিস্তারিত পড়ুন

‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, “কিছু উপদেষ্টা আছেন যারাবিস্তারিত পড়ুন

শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশেরবিস্তারিত পড়ুন