শনিবার, এপ্রিল ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত ও বাংলাদেশের মধ্যে ছবি আদান-প্রদানে অসামঞ্জস্য রয়েছে : তৌকীর আহমেদ

কলকাতা ২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নবীন পরিচালক তৌকীর আহমেদের ছবি ‘অজ্ঞাতনামা’ এরই মধ্যে কলকাতার বুকে দর্শক-প্রশংসা কুড়িয়ে জনপ্রিয়তা লাভ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দসদনে ‘অজ্ঞাতনামা’ ছবি দেখতে কার্যত উপচে পড়ে মানুষের ঢল।

বিদেশের মাটিতে নিজের ছবি দর্শক-প্রশংসা পাওয়ায় স্বভাবতই খুশি তৌকীর আহমেদ। রবীন্দ্র সদন চত্বরে চূড়ান্ত ব্যস্ততার ফাঁকেই তাঁর সান্নিধ্যে যাওয়ার কোনোমতে সুযোগ মিলল। মানুষের ঢল, চলচ্চিত্রপ্রেমীদের হুড়োহুড়ি আর অটোগ্রাফ দেওয়ার ফাঁকে ফাঁকে নিজের মতো করে অনেক কথাই বললেন তৌকীর।

তৌকীর আহমেদ অকপটে বললেন, ‘কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রচুর মানুষের ভিড় হয় ঠিকই, ছবি নিয়ে অনেক মাতামাতিও হয়, তবে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গৌণ। তার কারণ, এটার নিয়ন্ত্রণ অবশ্য আমাদের হাতে নেই। যেখানে নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে, রাজনীতিকদের হাতে, সেখানে শিল্পী অসহায়। শিল্পী তো তার শিল্পটাই বোঝে।’

তৌকীর মনে করেন ভারত ও বাংলাদেশের মধ্যে ছবির আদান-প্রদানের ক্ষেত্রে অসামঞ্জস্য রয়েছে । তিনি বললেন, ‘ভারতের বহু চ্যানেল বাংলাদেশে দেখা গেলেও বাংলাদেশের চ্যানেল এখানে আসে না। ফলে বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রী বা পরিচালকদের সম্পর্কে ভারতের মানুষ কিছুই জানতে পারেন না। এর ফলেই দুই দেশের মধ্যে বড় মার্কেট তৈরিও হতে পারছে না।’

বর্তমানে নামমাত্র ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় যেসব ছবি হয়, তা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তোলেন তৌকীর। তিনি বললেন, ‘আমাদের দুই বাংলার মধ্যে প্রচুর মিল রয়েছে। বিশ্বের অন্য কোনো জায়গায় এমন দেখা যায় না। দুই দেশের মধ্যে শিল্পী ও শিল্পের সমন্বয় আর মজবুত হলে ছবির আদানপ্রদান ও শিল্পীদের কাজ অনেক সমৃদ্ধ হবে।’

বর্তমান সময়ে বাংলাদেশের ছবি প্রসঙ্গে তৌকীর আহমেদ বললেন, ‘এখন বাংলাদেশে বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবির পাশাপাশি স্বাধীন ধারার ছবিও হচ্ছে। বাংলাদেশের অনেক তরুণ ছবি নির্মাতা ছবি তৈরি করছেন। তাঁদের বিভিন্ন শর্টফিল্ম দেশ-বিদেশে যাচ্ছে এবং প্রশংসাও কুড়াচ্ছে।’

কলকাতা ২২তম চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদের চতুর্থ ছবি ‘অজ্ঞাতনামা’ প্রশংসিত হওয়ায় বেশ খুশি তিনি। ছবি নিয়ে দু-চার কথা বলতে গিয়ে বললেন, ‘এই ছবির বিষয়টি একটু অন্য ধরনের। ছবিতে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী বিদেশে গিয়ে কাজ করে।

কিন্তু সেখানে তারা অবহেলিতএবং তাদের জীবনের একটা অধ্যায়কে নিয়েই এই ছবি। এই ছবির মাধ্যমে মূলত তুলে ধরা হয়েছে, কেউ কৃতদাস নয়, প্রত্যেককে তাঁদের যোগ্য সম্মান দেওয়া উচিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প