ভারত থেকে অপহৃত স্কুলছাত্রী বরিশালে উদ্ধার
বরিশাল: ভারত থেকে অপহৃত বৈশাখী কান্ডার (১৬) নামে এক স্কুলছাত্রীকে বরিশালের উজিরপুর উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)। শুক্রবার বেলা ৩টায় উপজেলার কালবিলা গ্রামের মনিন্দ্র মল্লিকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
বৈশাখী কান্ডার পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বোসাক থানার জটিরামপুর গ্রামের তরুণ কান্ডারের কন্যা। সে রাঙাবেলিয়া হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
র্যাব জানায়, গত ২২ জুন বৈশাখী স্কুলে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর আর বাড়ি ফেরেনি। ওইদিন বৈশাখীর মা নিবেদিতা কান্ডার স্থানীয় বোসাক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে পুলিশও এ ঘটনায় একটি মামলা করে। যে বিষয়টি বৈশাখী পাচারবিরোধী জোটের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয়। শুক্রবার আইনজীবী সমিতির নেতারা র্যাবের সহায়তায় বৈশাখীকে উজিরপুর উপজেলার কালবিলা গ্রাম থেকে উদ্ধার করে। তবে স্কুলছাত্রী অপহরণ করে নিয়ে আসা স্বপন মল্লিককে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
অভিযান পরিচলনাকারী র্যাবের এলটি রুহুল অমিন জানান, অপহরণকারী স্বপন মল্লিককে আটকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন