ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য: ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ

ভারতের দিল্লিতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য-বিবৃতি দেওয়ায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে আবারও প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, যাতে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে রাখে এবং যাতে তিনি এ ধরনের বক্তব্য-বিবৃতি না দেন; যেটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটির কোনো জবাব পাইনি এখনও।”
তিনি বলেন, “গত কয়েক দিনের কার্যকলাপের কারণে আমরা আরও একবার তাদের প্রতিবাদপত্র দিয়েছি। ভারতীয় হাইকমিশনার এই মুহূর্তে নেই। তাদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছি, যাতে তাকে (শেখ হাসিনা) নিয়ন্ত্রণে রাখা হয়। তিনি যেসব বক্তব্য দিয়েছেন; যা প্রধানত মিথ্যা। সেটি বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতাকেও উসকে দেওয়ার চেষ্টা করছে। আমরা অনুরোধ করেছি এই চর্চাটি বন্ধ করার জন্য।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল অনেক বেশি আক্রমণাত্মক। সে কারণে হয়তো যুব সম্প্রদায়ের অনুভূতিতে বেশি লেগেছে। আমরা ভারতকে অনুরোধ করেই যাচ্ছি, শেখ হাসিনাকে যেন বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো কী ঘটে এবং কী পদক্ষেপ নেয়। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন