ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করতে বললেন শেখ হাসিনা
জম্মু-কাশ্মীর অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হোক, তা আমি কামনা করি।’
শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে ২০২১ সালের মধ্যে অবশ্যই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাব। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য উৎপাদন বিশেষ করে ইলিশের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।’ ডিম ছাড়ার সময়ে, অর্থাৎ নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ও খাওয়া থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
সরকারপ্রধান বলেন, দেশে এখন আর হাহাকার নেই। দেশ যেন একটি দারিদ্র্যমুক্ত দেশ হতে পারে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।
গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ভারতের ১৯ সেনা সদস্য নিহত হন। গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযান চালায় ভারত। এসব ঘটনার জের ধরে ইসলামাবাদে সার্ক সম্মেলনও স্থগিত হয়ে যায়। ভারতের পর বাংলাদেশসহ বেশ কিছু দেশ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন